উল্লাপাড়া-সলঙ্গায় গণজোয়ার: শ্যামলীপাড়া ও নাগরৌহা বাজারে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের ব্যাপক গণসংযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি | ০৯ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ সকালে নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৫) সকালে তিনি উল্লাপাড়ার শ্যামলীপাড়া এবং নাগরৌহা বাজারে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও স্থানীয় জনতার সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "উল্লাপাড়া ও সলঙ্গার মানুষ পরিবর্তন চায়। তারা শান্তি, ন্যায়বিচার এবং উন্নয়নের পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ, আগামীতে জনগণের রায়ে নির্বাচিত হয়ে এই জনপদকে একটি মডেল ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।"

সকাল থেকেই শ্যামলীপাড়া ও নাগরৌহা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রার্থীর আগমনে স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখর করে তোলেন। মাওলানা রফিকুল ইসলাম খান বাজারের ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

গণসংযোগকালে তার সাথে স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

611282311_1440292414127036_2994116925644361604_n